ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমআইএসটির ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনি

প্রকাশিত: ০৯:৩৪, ২০ মার্চ ২০১৯

এমআইএসটির ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনি

মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মঙ্গলবার ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রী অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান গ্র্যাজুয়েটিং ছাত্রছাত্রীদের বলেন, তোমাদের সাফল্যে অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে। বর্তমান সময়ে এর ব্যাপক বিস্তৃতি সর্বক্ষেত্রে আকৃষ্ট হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তোমাদের সকলের কাছে আমার চাওয়া; দেশপ্রেম, সততা এবং আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নের জন্য তোমাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে তোমাদের পিতামাতা, শিক্ষক এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করবে। সেনাপ্রধান এমআইএসটির বিস্ময়কর অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষভাবে ধারাবাহিক সহায়তা এবং দিকনির্দেশনার সঙ্গে জড়িত সার্ভিসেস হেডকোয়ার্টারস সমূহকে উৎসাহ প্রদান ও প্রশংসা করেন। -আইএসপিআর
×