ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আট মাসে কৃষিঋণ বিতরণ ৭২ শতাংশ

প্রকাশিত: ০৯:৫০, ১৯ মার্চ ২০১৯

আট মাসে কৃষিঋণ বিতরণ ৭২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিখাতে ঋণ বিতরণ বাড়ছে। চলতি অর্থবছরের (২০১৯-১৯) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৭২ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে। পাশাপাশি এ সময়ে যে পরিমাণ কৃষিঋণ বিতরণ হয়েছে তা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। তবে এ সময়ে সরকারী খাতের ব্যাংকের চেয়ে বেসরকারী ও বিদেশী খাতের ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে এগিয়ে রয়েছে। যদিও অর্থবছরের এ সময় পর্যন্ত বিদেশী ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পকিস্তান এবং উরি ব্যাংক কোন ঋণ বিতরণ করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। চলতি অর্থবছরের জন্য কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৪০০ কোটি টাকা। প্রতিবেদন দেখা গেছে, জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এই আট মাসে ব্যাংকগুলো ১৪ হাজার ৫২০ কোটি ৪২ লাখ কৃষি ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৭১ দশমিক ১৮ শতাংশ।
×