ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেমিটেন্স-আমদানি ও রফতানিতে সুবাতাস

প্রকাশিত: ০৯:৫১, ১৯ মার্চ ২০১৯

রেমিটেন্স-আমদানি ও রফতানিতে সুবাতাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি ও রফতানিতে সুবাতাস বইছে। পরিসংখ্যান মতে, গত জানুয়ারি মাসে আমদানি ব্যয় বেড়েছে ১৬ দশমিক ৪৮ শতাংশ। একইভাবে ফেব্রুয়ারিতে রফতানি আয় বেড়েছে ১০ দশমিক ১২ শতাংশ। গতি ফিরেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেও। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে আমদানি, রফতানি ও প্রবাসী আয় নিয়ে এই স্বস্তির কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবছরের ফেব্রুয়ারি মাসে রফতানি আয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১২ শতাংশ। এসময় ৩৩৮ কোটি ৩২ লাখ ডলার রফতানি আয় দেশে এসেছে। গত বছরের ফেব্রুয়ারিতে এখাতে আয় হয়েছিল ৩০৭ কোটি ২১ লাখ ডলার। একইভাবে এ বছরের জানুয়ারিতে আমদানি ব্যয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, এ বছরের জানুয়ারিতে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬১২ কোটি ৮ লাখ ডলার। ২০১৮ সালের জানুয়ারিতে পণ্য আমদানিতে ব্যয় হয়েছিল ৫২৫ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬৮ শতাংশ। এ সময়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৩১ কোটি ৭৭ লাখ ডলার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১১৪ কোটি ৯০ লাখ ডলার।
×