ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেদারল্যান্ডসে ট্রামে হামলাকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:০৬, ২০ মার্চ ২০১৯

নেদারল্যান্ডসে ট্রামে হামলাকারী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলায় এক সন্দেহভাজন তুর্কীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারের ওই হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন। খবর ওয়েবসাইটের। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায়। এতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয়া হলেও এখনও হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ৩৭ বছর বয়সী ওই সন্দেহভাজন তুর্কী নাগরিক। হামলার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলের ২ মাইলের মধ্য থেকেই গ্রেফতার করা হয় তাকে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। বিমানবন্দর ও মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়। সন্দেহভাজন ওই তুর্কী নাগরিককে আটকের পর, উট্রাখ শহরে হুমকি সতর্কতা কমিয়ে আনা হয়েছে। হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর ও মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উট্রাখ বিশ্ববিদ্যালয়ের সব ভবন বন্ধ রাখা হয়েছে এবং শহরের প্রাণকেন্দ্রের স্টেশনে ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিছু গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘বন্দুকধারী তানিস তুরস্কের নাগরিক। সে আগে রাশিয়ার চেচনিয়াতে যুদ্ধ করেছে।’ এই এলাকায় দীর্ঘদিন ধরে আইএসসহ জিহাদী গ্রুপগুলো তৎপরতা চালিয়ে আসছে। ‘আইএসের সঙ্গে তার যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’ নেদারল্যান্ডসে নিরাপদ আছেন বাংলাদেশীরা ॥ এদিকে বিডিনিউজ জানায়, উট্রাখ শহরে ট্রামে গুলি চালানোর ঘটনায় বাংলাদেশী অভিবাসীরা নিরাপদ আছেন বলে জানিয়েছে হেগের বাংলাদেশ দূতাবাস।
×