ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিতে আজ ভারতের বিপক্ষে লড়াই সাবিনাদের

প্রকাশিত: ১১:০৬, ২০ মার্চ ২০১৯

সেমিতে আজ ভারতের বিপক্ষে লড়াই সাবিনাদের

রুমেল খান ॥ ভারতের র‌্যাঙ্কিং ৬২, বাংলাদেশের ১২৫। হেড টু হেডে আটবারের সাক্ষাতে সাতবারই ভারতের জয়, একবার ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে সাফে চার ম্যাচের তিনটিতেই জয়ী ভারত, একটিতে ড্র বাংলাদেশের। ভারতের ৩৩ গোলের বিপরীতে বাংলাদেশের গোল মাত্র ৫টি। সর্বশেষ মোকাবেলায় মিয়ানমারে গত নবেম্বরে অলিম্পিক ফুটবলের বাছাইয়ে ভারতের কাছে ৭-১ গোলে হার, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের আগের চার আসরের প্রতিটিতেই ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ কেবল একবার ফাইনালে উঠে রানার্সআপ...। বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক মহিলা ফুটবলের জাতীয় বা সিনিয়র পর্যায়ে ভারত বরাবরই বাংলাদেশের কাছে কঠিন-অজেয় প্রতিপক্ষ। এ রকম নেতিবাচক সব পরিসংখ্যানকে সামনে রেখেই আজ বুধবার বিকেল সোয়া ৩টায় বাংলাদেশের মেয়েরা আবারও ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে যদি এই ম্যাচে ‘আন্ডারডগ’ বাংলাদেশ ফেবারিট ভারতকে হারিয়ে অসাধ্য সাধন করতে পারে তাহলে তারা সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম এই আসরে শুধু ফাইনালেই উঠবে না, প্রথমবারের মতো ভারতকে হারিয়ে গড়বে ইতিহাসও। এর আগে একই ভেন্যুতে বেলা সোয়া ১১টায় প্রথম সেমিতে তিনবারের রানার্সআপ ও স্বাগতিক নেপালকে মোকাবেলা করবে শ্রীলঙ্কা। অভিজ্ঞতা, ফিটনেস, বয়স, গতি, ক্ষিপ্রতা... সবকিছুতেই ভারত এগিয়ে। তবে বাংলাদেশের মেয়েরাও গত কয়েক বছরের মধ্যে আরও উন্নতি করেছে। এখন কেমন উন্নতি করেছে সেটাই বোঝা যাবে আজ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হার মানে ৩-০ গোলে। গ্রুপ রানার্সআপ হয় তারা। পক্ষান্তরে ভারত ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ এবং দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ওঠে। আজকের ম্যাচ নিয়ে কি ভাবছেন লাল-সবুজবাহিনীর দ্রোণাচার্য গোলাম রব্বানী ছোটন? ‘আমাদের প্রস্তুতি ভাল। বুধবারের সেমিফাইনাল ম্যাচ অন্যরকম ম্যাচ। এটা হলো নকআউট ম্যাচ। ভারত চারবারের চ্যাম্পিয়ন, তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের ভাবার অবকাশ নেই। সেমিফাইনালে জয়ের জন্যই মাঠে নামব। মেয়েরা সর্বোচ্চ দিয়েই খেলবে।’ ছোটন আভাস দিয়েছেন চোট সেরে যাওয়ায় আজ শুরু থেকেই প্রথম একাদশে খেলানো হতে পারে ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারকে। কৃষ্ণা রানী সরকার ইনজুরির জন্য প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। সেমির ম্যাচ নিয়ে তার ভাবনা, ‘ভারত অবশ্যই কঠিন দল। ওদের সঙ্গে দুই বছর আগে খেলা হয়েছিল। তখন প্রথম ম্যাচে ড্র হয়েছিল। ফাইনালে আমরা হারলেও ওদের সঙ্গে লড়াই করেছিলাম। ওই দলের প্রায় সব খেলোয়াড়ই এখানে আছে। আশাকরি কালকের (আজ) যে ম্যাচটা অবশ্যই তাদের সঙ্গে আমাদের ফাইট হবে।’ কৃষ্ণা আরও যোগ করেন, ‘ওদের দুই খেলোয়াড় বালা ও কমলা নেই। তবে যারা উঠে এসেছে তারাও ভাল। বলতে হবে আমরাও ভাল। এখন যেহেতু ওদের সঙ্গে তালমিলিয়ে খেলার পর্যায়ে আছি। আমাদের চেষ্টা করতে হবে ওদের আটকানো। ভারতকে হারানোর বিশ্বাস অবশ্যই আছে। আমরা জানবাজি নিয়েই খেলব। ইনজুরিতে ছিলাম এখন আমি সুস্থ। আমিও চেষ্টা করব সেমির ম্যাচে সেরাটা দিয়ে খেলার। হারার আগে কেউ হার মানছে না। সবাই ফাইনালে চোখ রাখছে।’ এখন দেখার বিষয়, আজকের সেমির ম্যাচে আন্ডারডগ বাংলাদেশ ভারতকে হারিয়ে অঘটন ও ইতিহাস সৃষ্টির পাশাপাশি ফাইনালে নাম লেখাতে পারে কি না।
×