ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিকে ‘বাটি চালান’ দিয়েও খুঁজে পাওয়া যাবে না ॥ তোফায়েল

প্রকাশিত: ১১:০৭, ২০ মার্চ ২০১৯

বিএনপিকে ‘বাটি চালান’ দিয়েও খুঁজে পাওয়া যাবে না ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ এক সময় বিএনপিকে ‘বাটি চালান’ দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দ-প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে পলাতক। এই অবস্থায় দিশেহারা বিএনপি নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। এমন একদিন আসবে যেদিন বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ‘আইভী রহমান’ অডিটরিয়ামে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন কমিটি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের মামলায় কারাগারে। এ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতি ও খুনের মামলায় সাজা নিয়ে বিদেশে পলাতক। রাজনীতিতে সত্য-মিথ্যার যুদ্ধ চলতে থাকে। মিথ্যা সাময়িকভাবে জয়লাভ করলেও পরে তার পতন ঘটে। মিথ্যার ওপর জন্ম হয়েছিল বিএনপির। এখন তাদের পতন ঘটবে। প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জিল্লুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতার সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে স্নেহ করতেন। তিনি শত্রু-মিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সজ্জন ব্যক্তি ছিলেন। মানুষকে ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। তারা বুঝতে পেরেছে, বিএনপির অবস্থা মুসলিম লীগের দিকে যাচ্ছে।
×