ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ৩শ’ ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:০৮, ২০ মার্চ ২০১৯

আরও ৩শ’ ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ বিআইডব্লিউটিএর চলমান উচ্ছেদ অভিযানের ১৯তম দিনে আরও ৩১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার গাবতলীর বিপরীত পাশে তুরাগ ও বংশী নদীর মোহনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মিরপুরের বড়বাজার এলাকায়ও অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে বড় বড় বেশ কয়েকটি স্থাপনা। নদী দখলমুক্ত করতে আমিনবাজার ব্রিজ হতে মিরপুর জহুরাবাদ পর্যন্ত নদীর উভয় তীরে এই অভিযান চলে। এসময় নদীর জায়গা ভরাট করে জমির মালিকানা দাবি করে স্থানীয়রা। তবে বিআইডব্লিটিএ নদীর প্রকৃত সীমানা ধরে দখলমুক্ত করে প্রায় দুই একর জমি। ভবিষ্যতে যাতে নদীর পাড়ে কেউ স্থাপনা তৈরি করতে না পারে এজন্য নদীর দুইপাড়ে স্থায়ীভাবে ওয়াকওয়ে ও নতুন করে সীমানা পিলার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিএ । উচ্ছেদ অভিযানের বিষয়ে বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দীন বলেন, আমিনবাজার এলাকায় নদীর জায়গা দুইপাশ থেকে একেবারে সরু হয়ে গেছে। এতে ট্রাফিক জ্যাম লাগার মতো ঘটনা ঘটছে। এখানে দ্রুত খনন করে নদীর প্রশস্ততা বাড়ানো জরুরী। এ বিষয়ে আমি উর্ধতন কর্মকর্তদের জানাব। আর স্থানীয় সাধারণ জনগণ চলমান উচ্ছেদ অভিযানকে অব্যাহত রাখতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছে। এই উচ্ছেদ অভিযানে ৩১৭টি স্থাপনার মধ্যে রয়েছে দোতলা ২টি, এক তলা ১৫টি, বাউন্ডারি ওয়াল ১৪টি, আধা পাকা ঘর ৩৬টি এবং টং দোকান ২৫০টি।
×