ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৩ থেকে ২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

প্রকাশিত: ১১:০৮, ২০ মার্চ ২০১৯

২৩ থেকে ২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। খবর বাসসর। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করতে এবং গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন, যে কোন ধরনের তোরণ না লাগাতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে।
×