ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনসুরের মতো আরও পাখি উড়াল দিতে পারে ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১১:০৯, ২০ মার্চ ২০১৯

মনসুরের মতো আরও পাখি উড়াল দিতে পারে ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ রাঙ্গামাটির বাঘাইছড়িতে হত্যাকা- সুপরিকল্পিত বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রক্তগঙ্গা বইছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সুলতান মনসুরের মতো জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচিত আরও পাখি উড়াল দিতে পারে। বিবৃতিতে ফখরুল বলেন, আমরা বাঘাইছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। তিনি বলেন, ভোটারবিহীন উপজেলা নির্বাচনে দখলদারিত্ব নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই খুনখারাবিতে লিপ্ত হয়ে পড়েছে। মনসুরের মতো আরও পাখি উড়াল দিতে পারে-গয়েশ্বর ॥ সুলতান মনসুরের মতো জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচিত আরও পাখি উড়াল দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কৃষকদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কার কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, সুলতান মোহাম্মদ মনসুর এখন সংসদে বসে কাঁঠাল খাচ্ছেন, এ রকম আর কেউ যাবেন না সে বিষয়ে তিনি নিঃসন্দেহ হতে পারছেন না। দলের নেতাকর্মীদের নেতাদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলীয় সদস্যদের সংসদে দেখতে চাই না। সরকার খালেদা জিয়াকে ছাড়ার জন্য কারাগারে নেয়নি বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, খালেদা জিয়া জেলখানায় আছেন, এটাই তার শাস্তি নয়, জেলখানায় খালেদা জিয়ার মৃত্যুও হতে পারে। কারণ, আমরা বার বার দাবি করার পরও খালেদা জিয়াকে বিষেশায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ। ২ জেলায় বিএনপির নতুন কমিটি ॥ ২ জেলায় বিএনপির নতুন কমিটি দেয়া হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ২ জেলার কমিটি দেয়া হয়। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সভাপতি এবং হাফিজুর রহমান বাবলাকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা বিএনপির কমিটি এবং আ খ ম আলমগীর সরকারকে আহ্বায়ক ও মোঃ জহুরুল আলমকে সদস্য সচিব করে নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জেলার জন্যই আপাতত ৪১ সদস্যের কমিটি দেয়া হলেও ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
×