ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিমাণে কারচুপি

পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র

প্রকাশিত: ১১:০৯, ২০ মার্চ ২০১৯

পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র

স্টাফ রিপোর্টার ॥ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্স এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার রাজধানীর মানিকনগর ও গোপীবাগ এলাকায় বিএসটিআই’র এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই, ঢাকার উপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ রেজাউল হক জনকণ্ঠকে জানান, অভিযুক্ত ৫ প্রতিষ্ঠানের মধ্যে মানিকনগর এলাকার মেসার্স মুসলিম সুইটস এ্যান্ড অভিজাত কনফেকশনারি, মেসার্স রাজভোগ সুইটস, মেসার্স নিউ ভাগ্যকুল বিক্রমপুর সুইটস এ্যান্ড বেকারি দই পণ্যের পাতিলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং মেসার্স মায়ের দোয়া কনফেকশনারী বিস্কুট পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া গোপীবাগ এলাকার আর.কে.মিশন রোড এর মেসার্স চমচম ঘর, ঘি পণ্যের মোড়কে পণ্যের পরিচিতি, ওজন, মূল্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
×