ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-কলকাতা-ঢাকা নৌরুট

বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ সার্ভিস ২৯ মার্চ থেকে

প্রকাশিত: ১১:১৮, ২০ মার্চ ২০১৯

বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ সার্ভিস ২৯ মার্চ থেকে

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণপিপাসু পর্যটকদের সুবিধার্থে বিআইডব্লিউটিসি পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ঢাকা-কলকাতা-ঢাকা যাত্রীবাহী জাহাজ সার্ভিস। আগামী ২৯ মার্চ শুক্রবার পাগলা মেরি এন্ডারসন ভিআইপি জেটি থেকে সন্ধ্যা ৭ টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’। জাহাজটি বরিশাল-মোংলা-সুন্দরবন-আংটিহারা-হলদিয়া নৌরুট হয়ে রবিবার আনুমানিক ১২টায় কলকাতা বন্দরে পৌঁছবে। ভ্রমণ পথে জাহাজে যাত্রীদের আংটিহারায় ইমিগ্রেশন কাস্টম সম্পন্ন করা হবে। যাত্রীসাধারণকে নিজ উদ্যোগে যথানিয়মে ভিসা সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে ভারতে কোন পথে যাবেন এবং ভারত হতে কোন পথে ফেরত আসবেন অর্থাৎ নৌপথ/সড়কপথ/বিমানপথ/রেলপথ নিয়মানুযায়ী তার স্পষ্ট ঘোষণা থাকতে হবে। বিআইডব্লিউটিসির পর্যটন যাত্রায় ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণের জন্য (একক যাত্রায়) যাত্রীসাধারণের জন্য জাহাজে রয়েছে দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণী কেবিন (১ সিট) প্রতিটি ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণী কেবিন (২ সিট) প্রতিটি ১০ হাজার টাকা, প্রথম শ্রেণী সেমি ডাবল জন প্রতি ৭ হাজার টাকা, ইকোনমি চেয়ার প্রতিটি ২ হাজার টাকা এবং সুলভ শ্রেণী ও ডেক যাত্রী প্রতিটি ১ হাজার ৫শ’ টাকা। জাহাজে প্রাতঃরাস, মধ্যাহ্নভোজ, বৈকালিক নাস্তা ও নৈশভোজের ব্যবস্থা থাকবে। তবে পর্যটকগণকে খাবার তালিকা অনুযায়ী আলাদাভাবে মূল্য পরিশোধ করতে হবে। এ বিষয়ে তথ্যের জন্য বিআইডব্লিউটিসির বাণিজ্যিক পরিচালক এনএসএম শাহাদাত আলী, ফোন-৯৬৩৪৯২০, মোবাইল-০১৭১১৩৯২৫৭০, মহা ব্যবস্থাপক (বাণিজ্য ও যাত্রী প্রশাসন), শেখ মু. নাসিম, ফোন-৯৬৩৪২৭২, মোবাইল-০১৭১৫০১৬৭৫১, উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য ও যাত্রী) শাহ্ মোঃ খালেদ নেওয়াজ, ফোন-৯৬৬৯৪৭৮, মোবাইল-০১৭১৫৬৩৫৩৪১, রকেট রিজার্ভেশনের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) সৈয়দ জাফর হোসেন, ফোন- ৯৬৬৭৯৭৩, মোবাইল-০১৭৫৩৯৯০৮২০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ভারত গমনের ভিসাসহ ভারতে হোটেল বুকিং এবং ভ্রমণ সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক কার্যাদি ভ্রমণকারীকে নিজ দায়িত্বে ও খরচে সম্পন্ন করতে হবে। বিআইডব্লিউটিসি ২৯ মার্চ পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা-ঢাকা নৌরুটে শুধুমাত্র জাহাজ পরিচালনা করবে। বিদেশী পর্যটকগণ অগ্রাধিকারপ্রাপ্ত হবেন। বিজ্ঞপ্তি।
×