ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসি বিস্ফোরণে ঘুমন্ত দম্পতি মারাত্মক দগ্ধ

প্রকাশিত: ১১:২০, ২০ মার্চ ২০১৯

এসি বিস্ফোরণে ঘুমন্ত দম্পতি মারাত্মক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় এসি বিস্ফোরণে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক দম্পতি দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবী (৪০)। পরে তাদের মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, দু’জনেরই শরীরের ৯৫ শতাংশের মতো পুড়ে গেছে। তাদের শ্বাসনালি পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই সমস্ত রোগী কোনকালে বাঁচে বলে বার্ন ইউনিটে কয়েকজন চিকিৎসক জানান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪১ নম্বর ছয়তলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ আলমগীরের ভাই তানজিন শাহারিয়ার জানান, ভাই আলমগীর ও বেবী ভাবি নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন। তাদের সন্তানরা পাশের আরেকটি কক্ষে ঘুমান। মঙ্গলবার ভোরের দিকে হঠাৎ এসি বিস্ফোরণে ভাই-ভাবির কক্ষে আগুন লেগে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় তাদের শরীরে আগুন লেগে যায়। তাদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছেলেমেয়েরা পাশের কক্ষ থেকে দৌড়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে সেখান থেকে ভাই-ভাবিকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভাই আলমগীর রাজনীতির পাশাপাশি পেশায় ব্যবসায়ী ছিলেন। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই জাকির জানান, মঙ্গলবার ভোর রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ওই ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এসি বিস্ফোরিত হয়ে আলমগীর ও বেবী নামে দম্পতি মারাত্মক দগ্ধ হন। এ সময় তাদের ছেলেমেয়েরা পাশের কক্ষে থাকায় তারা আগুন থেকে রক্ষা পেয়েছেন।
×