ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিমান ভেঙ্গে আর্জেন্টিনার অনুশীলনে মেসি

প্রকাশিত: ১১:৪৪, ২০ মার্চ ২০১৯

অভিমান ভেঙ্গে আর্জেন্টিনার অনুশীলনে মেসি

জাহিদুল আলম জয় ॥ গেল বছর রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর একরকম ঘোষণা দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। এরপর অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, আর বোধহয় বিখ্যাত আকাশী-নীল জার্সিতে ফিরবেন না বার্সিলোনা অধিনায়ক। তবে সব সংশয়ের অবসান ঘটেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। শুধু তাই নয়, ভেনিজুয়েলা ও মরক্কোর বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনায় দলের সঙ্গে অনুশীলন করেছেন বার্সিলোনা তারকা। লা লিগার ম্যাচ খেলে স্পেনেই আছেন ৩১ বছর বয়সী মেসি। দলের অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। প্রথম দফায় মেসিকে আর্জেন্টিনায় ফিরতে হয়নি। কেননা ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনেই হবে। যে কারণে স্পেনেই দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পেরেছেন মেসি। মাদ্রিদের ভালডেভাসে অনুশীলন করছে আর্জেন্টিনা। গত আট মাসে মেসিকে ছাড়া ৬টি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে ১টি ম্যাচে হার ও ১টি ম্যাচ ড্র করলেও বাকি ৪ ম্যাচ জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়রা। তবু মেসিকে ছাড়া পরিপূর্ণ ছিল না আর্জেন্টিনা দল। তাই বেশ কিছু শর্ত মেনেই মেসিকে পুনরায় জাতীয় দলে ফিরিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগামী শুক্রবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চারদিন পর মরক্কোর মাঠে খেলতে নামবেন দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা। জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকার আগে মেসির ফেরাটা আর্জেন্টিনার জন্য সুখবর। গত বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার। করেছিলেন মাত্র একটি গোল। তবে বরাবরের মতো বার্সিলোনার জার্সিতে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন ৩৯ গোল। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম টুর্নামেন্ট। আর্জেন্টিনা কোচ স্কালোনি মেসির দলে ফেরা প্রসঙ্গে বলেন, মেসিকে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। ক্লাবের হয়ে সে অনেক ম্যাচ খেলছে এবং মৌসুমের এই সময়ে খেলোয়াড়রা ক্লান্ত থাকে। আন্তর্জাতিক সূচীতে বিশ্রাম নেয়। কিন্তু মেসি আসতে চেয়েছে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। মেসি কতখানি খেলবে সে বিষয়ে আমি সিদ্ধান্ত নিব, অন্য কেউ নয়। আমি এখনও জানি না। আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মাঠে নামছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাঠে সার্বিয়ার বিরুদ্ধে খেলবে ইউরোপের পাওয়ার হাউসরা। ম্যাচ সামনে রেখে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের কোচ জোয়াকিম লো অভিজ্ঞ ফুটবলারদের দলে ডেকেছেন। এদিকে ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ন্যক্কারজনক এই ঘটনায় পৃথিবীর নানাপ্রান্ত থেকে জানানো হচ্ছে নিন্দা-ধিক্কার, কেউবা নিজেদের মতো করে নিহতদের জানাচ্ছেন শ্রদ্ধা। বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেয়া হলেও নীরব ছিল ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। অবশেষে সন্ত্রাসী হামলায় নিহতদের নিজেদের মতো করে স্মরণ করার উদ্যোগ নিয়েছে ফেডারেশনটি। শনিবার ও রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচগুলোতে হামলার প্রতিবাদে কোন উদ্যোগ না নেয়ায় সমালোচনার মুখে পড়ে এফএ। এবার তারা বিবৃতিতে জানিয়েছে, নিজেদের মতো করেই নিহতদের স্মরণ করতে চায় এফএ। বিবৃতিতে এফএ জানিয়েছে, ক্রাইস্টচার্চে নিহতদের প্রত্যেককেই আমরা স্মরণ করতে চাই। ২২ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে আমরা নিউজিল্যান্ডে মর্মান্তিক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাব। ২০১৫ সালে প্যারিস হামলায় নিহতদের স্মরণে হাতে কালো আর্মব্যান্ড পরেছিলেন প্রিমিয়ার লীগের খেলোয়াড়রা। মাঠে বাজানো হয়েছিল ফ্রান্সের জাতীয় সঙ্গীত। কিন্তু ক্রাইস্টচার্চের নিহতদের স্মরণে কোন উদ্যোগ না নেয়ায় কড়া সমালোচনার মুখে পড়ে এফএ। অবশ্য রবিবার দেশটিতে হতে থাকা ছয় জাতির রাগবি টুর্নামেন্টে একমিনিট নীরবতা পালন করেছিলেন খেলোয়াড়রা।
×