ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর সব ভাষণের তাত্ত্বিক বিশ্লেষণ হওয়া প্রয়োজন ॥ ড. মীজান

প্রকাশিত: ১৩:০৭, ২০ মার্চ ২০১৯

বঙ্গবন্ধুর সব ভাষণের তাত্ত্বিক বিশ্লেষণ হওয়া প্রয়োজন ॥  ড. মীজান

জবি সংবাদদাতা ॥ বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বাঙালী জাতির মহামানব বঙ্গবন্ধুর শিক্ষাকে আমরা আরও ভালভাবে আবিষ্কার করতে পারতাম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বঙ্গবন্ধুকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়। ৭ মার্চের ভাষণ অবিস্মরণীয়। কিন্তু বঙ্গবন্ধুর অন্যান্য ভাষণ তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা হলে তার আদর্শকে আরও বেশি ধারণ করতে আমরা সক্ষম হব। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘মানবিক বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে আলোচক ছিলেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ) -এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ কলামিস্টগণ বক্তব্য প্রদান রাখেন। এ সময় প্রগতিশীল কলামিস্ট এবং তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×