ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ২২:২৬, ২০ মার্চ ২০১৯

সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক ॥ শেষ ছয় বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ওভারের শেষ বলে ইমরান তাহিরকে রানআউট করতে পারলে জয়ের হাসি হাসতে পারত শ্রীলঙ্কা। কিন্তু সেটি না পারায় এক রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। টানটান উত্তেজনায় সেই সুপার ওভারে লঙ্কানদের বিপক্ষে জয় পেয়েছে প্রোটিয়ারা। কেপ টাউনে আগে ব্যাট করতে নেমে গতকাল রাতে ৭ উইকেটে ১৩৪ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে সমান ১৩৪ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এরপর ম্যাচ সুপার ওভারে গড়ালে ব্যাট হাতে ঝড় তুলেন ডেভিড মিলার। এক ছয় ও সমান চারে ১৩ রান করেন তিনি। জবাবে ইমরান তাহিরের ঘূর্নি বলে ৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ফলে সুপার ওভারে ৯ রানে জিতে উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
×