ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন ॥ বরিশালে বিজিবি ও কোস্টগার্ড চেয়ে আবেদন

প্রকাশিত: ০১:৫৮, ২০ মার্চ ২০১৯

উপজেলা নির্বাচন  ॥ বরিশালে বিজিবি ও কোস্টগার্ড চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগামী ২৮ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দিনে জেলা প্রশাসন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড চেয়ে আবেদন করেছে। এ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসন কোনো ঘাটতি রাখতে চায়না বলেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো একটি চিঠিতে বিজিবি ও কোস্টগার্ড চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সু-শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিভাগকে সহায়তা করার নিমিত্তে সাত উপজেলায় সাত প্লাটুন বিজিবি ফোর্স মোতায়েনসহ অধিক গুরুত্বপূর্ণ উজিরপুর, হিজলা ও বাবুগঞ্জ উপজেলায় অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা প্রয়োজন। এছাড়া নদী বেষ্টিত হিজলা উপজেলায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়ন করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বরিশালের উপজেলা নির্বাচন উপলক্ষে ১০ প্লাটুন বিজিবি ও এক প্লাটুন কোস্টগার্ডের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
×