ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ০৯:০৮, ২০ মার্চ ২০১৯

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার বিকেলে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় হানিফ পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বিকেলে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস রোড ডিভাইডার আইন অমান্য করে ভুল পথে (রং রোড) প্রবেশ করে। এতে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। এসময় আহত হন আরো সাতজন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো দু’জনের মৃত্যু হয়।
×