ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো এ্যাবল জিতলেন কোন নারী

প্রকাশিত: ০৯:৪২, ২১ মার্চ ২০১৯

প্রথমবারের মতো এ্যাবল জিতলেন কোন নারী

প্রথমবারের মতো গণিতে এ্যাবল পুরস্কার জিতেছেন একজন নারী। মঙ্গলবার অঙ্কের আংশিক বিভিন্ন সমীকরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন নাগরিক কারেন উলেনবেককে (৭৬) এ্যাবেল পুরস্কারে ভূষিত করা হয়। খবর এএফপির এক বিবৃতিতে এ্যাবেল কমিটির চেয়ারম্যান হ্যানস মুনসে-কাস বলেন, কারেন উলেনবেককে তার জ্যামিতিক বিশ্লেষণ ও পরিমাপ তত্ত্বে মৌলিক কাজের জন্য ২০১৯ সালের এ্যাবেল পুরস্কারে ভূষিত করা হলো। গাণিতকে নাটকীয়ভাবে পরিবর্তিত করেছেন তিনি। তার তত্ত্বগুলো সংক্ষিপ্ত আকারে আমাদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সম্মাননা হিসেবে তিনি ৬০ লাখ ক্রোনার (ছয় লাখ ২০ হাজার ইউরো, সাত লাখ তিন হাজার মার্কিন ডলার) সমপরিমাণ চেক পাবেন। উলেনবেক প্রিন্সটন ইউনিভার্সিটির একজন ভিজিটিং সিনিওর রিসার্চ স্কলার। পাশাপাশি তিনি ইনস্টিটিউট ফর এ্যাডভান্সড স্টাডির (আইএএস) ভিজিটিং সহযোগী। দুটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
×