ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবারের পাত্র থেকে হাতি

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মার্চ ২০১৯

খাবারের পাত্র থেকে হাতি

আমরা সাধারণ কোন পানীয় পানের পর এটির পাত্র বা ক্যানটি ফেলে দেই। তবে এবার যুক্তরাষ্ট্রের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশ যা করল তা রীতিমতো বিস্ময়কর। প্রতিষ্ঠানটি ৬ হাজার ৮শ’ ৫৩টি ক্যান জমিয়ে একটি হাতি তৈরি করেছে। ক্যানগুলোর সর্বমোট ওজন ৬০ হাজার পাউন্ড। মূলত বিপুপ্ত প্রায় আফ্রিকান হাতির ওপর জনসচেতনতা তৈরিতে ডোরড্যাশ এই উদ্যোগ নেয়। গিনেস বুক কর্তৃপক্ষ ডোরড্যাশ কর্মকর্তাদের এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে। ক্যানের এই হাতি দেখতে ডোরড্যাশের অফিসে লোকজন ভিড় করছে।- ইউপিআই ৫৩ বছর পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মিডল স্কুল পাঠাগার থেকে আজ থেকে ৫৩ বছর আগে একটি বই ধার নিয়েছিলেন হ্যারি ক্রেম নামে তৎকালীন এক ছাত্র। তবে মনের ভুলে ‘দ্য ফ্যামিলি বুক অব ভার্স’ নামের বইটি তার আর ফেরত দেয়া হয়নি। হ্যারি ক্রেমের বর্তমান বয়স ৬৫ বছর। সম্প্রতি ঘরবাড়ি পরিষ্কার করার সময় বইটি তার নজরে আসে। বইটি নিয়ে হ্যারি দ্রুত স্কুলের প্রিন্সিপালের কাছে ছুটে গিয়ে দুঃখ প্রকাশ করেন হ্যারি। বইটির জন্য তাকে এখন দৈনিক ১০ সেন্ট হিসেবে দুই হাজার ডলার জরিমানা দিতে হবে।- ইউপিআই
×