ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের পাইলিং শুরু

পদ্মা সেতুর নবম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১১:৪০, ২১ মার্চ ২০১৯

পদ্মা সেতুর নবম স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরও একটি স্প্যান। সেতুর নবম স্প্যান বসছে আজ বৃহস্পতিবার। সবকিছু ঠিক থাকলে বেলা ১১টার মধ্যে বসে যাবে পদ্মা সেতুর নবম স্প্যান ও জাজিরা প্রান্তের ৮ম স্প্যান। এরই মধ্য দিয়ে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে ১২০০ মিটার আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরও ১৫০ মিটার। মাওয়া প্রান্তের ৫ ও ৪ নম্বর খুঁটিতে এটি বসানো হয়েছে। যদিও এটি ৬ ও ৭ নম্বর খুঁটিতে সরিয়ে আনা হবে। ৬ ও ৭ নম্বর খুঁটিতে এখন পাইল বসানোর কাজ চলছে। বুধবার সকাল সাড়ে ৮ টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপ থেকে ‘৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা দেয় ভাসমান জাহাজ। এটি জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৪ নম্বর খুঁটিতে বসানো হবে। খুঁটি দুটি সম্পন্ন রয়েছে। ইতোমধ্যে লিফটিং ফ্রেমটি ৩৫ নম্বর খুঁটির ওপর ঝোলানো হয়েছে। দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌঁছে বলে পদ্মা সেতুর দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন। এদিকে সার্ভিসিংয়ের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর আবার পাইলিং শুরু হয়েছে। ২৪শ’ কিলোজুলের হ্যামারটি ৭ নম্বর খুঁটিতে এবং ৩৫শ’ কিলোজুল ক্ষমতার হ্যামারটি ৬ নম্বর খুঁটিতে পাইল স্থাপন করছে। এ পর্যন্ত ২১১টি পাইল বসে গেছে। সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশীর মৃত্যু জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দেশটির দাম্মাম রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাট জেলার ফকিরহাট গ্রামের শাহিন হোসেন এবং সাইফুল। তবে সাইফুলের দেশের বাড়ি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে অপর নিহত ব্যক্তি হলেন খালেদ। তিনি পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।-ওয়েবসাইট
×