ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেপসোডেন্টের ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন

প্রকাশিত: ১১:৪১, ২১ মার্চ ২০১৯

পেপসোডেন্টের ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন

ক্যাভিটিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে সঙ্গে নিয়ে ২০ মার্চ ২০১৯ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন করল পেপসোডেন্ট। এ্যাডভান্স ফর্মুলার টুথপেস্ট ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’ লঞ্চ করাসহ আরও নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে পেপসোডেন্ট। নতুন এই টুথপেস্ট ৩০ সেকেন্ডে দাঁতের শিরশির অনুভূতি দূর করে এবং এর আবারও ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রায় ৩০০০ ডেন্টাল এক্সপার্ট। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে পেপসোডেন্ট আয়োজিত বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়। দেশজুড়ে সুস্থ হাসি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত স্কুল প্রোগ্রাম তার অন্যতম এবং এ উদ্যোগে পেপসোডেন্ট সঙ্গে পেয়েছিল বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে। অনুষ্ঠানে বাচ্চাদের দাঁত ব্রাশের জন্য রাখা হয়েছিল বিশেষ আয়োজন। যেখানে সঠিক নিয়মে দাঁত ব্রাশের পাশাপাশি বাচ্চাদের দিনে-রাতে নিয়মিত দু’বার দাঁত ব্রাশ করতে উৎসাহিত করা হয়। -বিজ্ঞপ্তি
×