ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৪২, ২১ মার্চ ২০১৯

৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বুধবার ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। এদিকে মঙ্গলবার মামলা দায়ের করা হয় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার অভিযুক্ত ৮ প্রতিষ্ঠানের মধ্যে বনলতা কাঁচা বাজার এলাকার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ, মেসার্স সিটি জেনারেল স্টোর ও মেসার্স শাহীনুর স্টোর বিএসটিআই হতে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ প্রায় ছয় মাস পর এক কলেজ ছাত্রীকে আদালতের নির্দেশে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১৯ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পিবিআইয়ের ঢাকা মেট্রোর একটি দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। গত বছরের ১২ অক্টোবর ওই কলেজছাত্রী তার মা, চাচাতো ভাইসহ বেলা এগারোটার দিকে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ-এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএর কাছে হাঁটাহাটি করার সময় অপহৃত হয় বলে ওই ছাত্রী। হাঁটাহাটির সময় ইব্রাহিম আহম্মেদ ওরফে রাজু (২৪) ও তার ৬/৭ জন সহযোগী একটি সাদা মাইক্রোবাসে করে ওই কলেজ ছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে চলে যায়।
×