ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিজানুরের সেঞ্চুরিতে ব্রাদার্সের জয়

প্রকাশিত: ১২:১৭, ২১ মার্চ ২০১৯

মিজানুরের সেঞ্চুরিতে ব্রাদার্সের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে চতুর্থ রাউন্ডে বুধবারের খেলায় ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ের পর সাইফ হাসানের সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৬ উইকেটে হারাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে মিজানুর রহমানের সেঞ্চুরির সঙ্গে জুনায়েদ সিদ্দিকীর ৯২ রানে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে জিতল ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লায় রবিউল ইসলাম রবির ব্যাটিং-বোলিং নৈপুণ্যে বিকেএসপিতে ২৭ রানে হারাল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দোলেশ্বর-গাজী গ্রুপ ম্যাচ, মিরপুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফরহাদ রেজার (৫/৪০) অসাধারণ বোলিংয়ে যখন গাজী গ্রুপ ৪৯.১ ওভারে ২৩০ রান করেই গুটিয়ে গেল তখনই প্রাইম দোলেশ্বরের জয়ের সম্ভাবনা জেগে যায়। ফরহাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুধু ভারতের জম্মু-কাশ্মীমের পারভেজ রাসুল (৬৭) হাফ সেঞ্চুরি করতে পারেন। জবাব দিতে নেমে সাইফ হাসানের ১২৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় করা ১০২ রানের ইনিংসে সহজেই জিতে যায় দোলেশ্বর। সাইফের সেঞ্চুরির সঙ্গে সাদ নাজিমের অপরাজিত ৩৫ ও মার্শাল আইয়ুবের ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ২৩১ রান করে জিতে দোলেশ্বর। চার ম্যাচে তিন জয় পায় দলটি। স্কোর ॥ গাজী গ্রুপ ক্রিকেটার্স ইনিংস- ২৩০/১০; ৪৯.১ ওভার (পারভেজ ৬৭, শামসুর ৪৫, রনি ২৯; ফরহাদ ৫/৪০, সৈকত ৩/৩২)। প্রাইম দোলেশ্বর ইনিংস- ২৩১/৪; ৪৫.৫ ওভার (সাইফ ১০২, সাদ ৩৫*, মার্শাল ৩২; রাব্বি ২/৩৯)। ফল ॥ দোলেশ্বর ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ফরহাদ রেজা (দোলেশ্বর)। ব্রাদার্স-উত্তরা ম্যাচ, বিকেএসপি উত্তরা স্পোর্টিং ক্লাব ভালই সংগ্রহ গড়েছিল। ওপেনার তানজিদ হাসানের ৭৫, মহিমেনুল খানের ৬৪, আনিসুল ইসলাম ইমনের ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৪ রান করেছিল উত্তরা স্পোর্টিং ক্লাব। জবাব দিতে নেমে মিজানুরের ১০৮ ও জুনায়েদের ৯২ রানের সঙ্গে ফজলে মাহমুদের অপরাজিত ৫৭ রানে ৪৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬৭ রান করে জিতে ব্রাদার্স। স্কোর ॥ উত্তরা স্পোর্টিং ক্লাব ইনিংস- ২৬৪/৮; ৫০ ওভার (তানজিদ ৭৫, মহিমেনুল ৬৪, ইমন ৫৮; শরিফুল্লাহ ২/৪৪)। ব্রাদার্স ইউনিয়ন ইনিংস- ২৬৭/২; ৪৮.২ ওভার (মিজানুর ১০৮, জুনায়েদ ৯২, রাব্বি ৫৭*)। ফল ॥ ব্রাদার্স ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মিজানুর রহমান (ব্রাদার্স)। খেলাঘর-বিকেএসপি ম্যাচ, ফতুল্লা শাইনপুকুর ও খেলাঘরই শুধু জয়ের তালিকায় মঙ্গলবার পর্যন্ত নাম লেখাতে পারেনি। কিন্তু বুধবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে খেলায় জিতে খেলাঘর জয়ের তালিকায় নাম লেখাল। ব্যাটিংয়ে রবিউলের ৭৫ রানের পর বোলিংয়ে ২ উইকেট নেয়া এ অলরাউন্ডারের নৈপুণ্যে সেই তালিকায় যুক্ত হতে পারে খেলাঘর। টস জিতে খেলাঘর আগে ব্যাটিং করে রবিউলের ৭৫ রানের সঙ্গে মাহিদুল ইসলাম অংকনের ৪৯ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২১২ রান করে খেলাঘর। এই রান অতিক্রম করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৫ রানের বেশি করতে পারেনি বিকেএসপি। স্কোর ॥ খেলাঘর ইনিংস- ২১২/৮; ৫০ ওভার (রবিউল ৭৫, অংকন ৪৯; মুরাদ ৩/৩৩)। বিকেএসপি ইনিংস- ১৮৫/৯; ৫০ ওভার (শামীম ৫৬; রবিউল ২/২৮, মাসুম ২/৩০)। ফল ॥ খেলাঘর ২৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রবিউল ইসলাম রবি (খেলাঘর)।
×