ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও তিনি আমির

প্রকাশিত: ১২:৩২, ২১ মার্চ ২০১৯

এখনও তিনি আমির

আমির খান। যার নামই একটা শিরোনাম। ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে পৃথিবীর বড় বড় ফিল্ম ইডাস্ট্রি যাকে এক নামে চেনে। মিস্টার পারফেক্টসনিস্ট। এটি এখন একটি ব্যাডিং নাম। গভীর অধ্যাবসায়। কাজের প্রতি ভীষণ অনুরাগ। নতুন নতুন চিন্তার উদ্ভাবক। আমির খানকে তার সময়ের সেরাদের সেরাই বলা চলে। সাধারণ দর্শক থেকে বোদ্ধা সকলের আকর্ষিত মানুষের নাম আমির খান। চিন্তায় এবং মনে এই মানুষটি সত্যিই অসাধরণ। দেখতে দেখতে আমিরের বয়স এখন চুয়ান্ন। চারটিখানি কথা নয়। সাধারণদের মধ্যে অনেকেই এই বয়েসে নাতি-নাতনির মখু দেখে শরীরে না হলেও বয়সে বুড়িয়ে গেছেন। সবক্ষেত্রে যেমন, নিজের বয়স এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও আমির অন্যরকম। কিছু দিন আগেও তার অভিনীত এ্যাকশন ধাঁচের চলচ্চিত্র ‘থাগস অব হিন্দুস্থান’ এ দেখা গেছে একজন চৌকস রণকৌশলীর চরিত্রে। কোনভাবেই বোঝা যায়নি এই আমির একজন তিপান্ন বছর বয়সের মানুষ। তার নতুন কাজের ঘোষণা মনে অসংখ্য মানুষের চাতক পাখির মতো অপেক্ষা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ অবলম্বেনে নির্মাণ করবেন ‘লাল সিং চাড্ড’ নামের সিনেমা। গত ১৪ মার্চ ছিল আমির খানের ৫৪তম জন্মদিন। জন্মদিনে তিনি জানান এখনি অভিনয় থেকে তিনি অবসরে যাচ্ছেন না এবং ভবিষ্যতে ক্যামেরার পেছনে অর্থাৎ চিত্র পরিচালনায় মননিবেশ করবেন। সালমান খান, শাহরুখ খান সময়ে সময়ে নিজেদের নামের সুবিচারে ব্যর্থ হলেও আমিরের ক্ষেত্রে তা নিতান্তই কম। সত্যিকার অর্থে তিনি একজন নিপাট সৃজনশীল মানুষ।
×