ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ১৩:১৬, ২১ মার্চ ২০১৯

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ কারাগারে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির ওই মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ পরোয়ানা জারি করে আগামী ৩০ এপ্রিলের মধ্যে পুলিশকে তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নেই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এদেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।
×