ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুপ্রভাত-জাবালে নূরের বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩:২৬, ২১ মার্চ ২০১৯

সুপ্রভাত-জাবালে নূরের বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বুধবার থেকে ঢাকা মহানগরীর (রুট নম্বর ১৩৮) উত্তরা রানিগঞ্জ থেকে সদরঘাটে চলাচলরত সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের সব বাস ও মিনিবাস এবং মহানগরীর (রুট নম্বর ১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুর চলাচলরত জাবালে নূর পরিবহন লিমিটেডের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআরটিএ। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এ আদেশ জারি করা হয়েছে বলে বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের এবং জাবালে নূর পরিবহন লিমিটেডের সব বাস ও মিনিবাসের সব কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স ইত্যাদি) ঢাকা বিভাগের বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) ও সদস্য সচিব ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটি শফিকুজ্জামান ভূঞার কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। জমাকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
×