ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ

প্রকাশিত: ১৩:২৯, ২১ মার্চ ২০১৯

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯।’ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯ উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্য বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী জানান, শীর্ষস্থানীয় ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো এ মেলার আয়োজন করছে। বেসরকারী বিমান সংস্থা ‘নভোএয়ার’ টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা করছে। অংশীদার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এবারের পর্যটন মেলার পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে নেপাল। এদিকে মালয়েশিয়া আশা করছে. এবারের মেলায় ভাল সাড়া মিলবে। ট্যুরিজম মালয়েশিয়া এ বছর বাংলাদেশ থেকে কমপক্ষে দেড় লাখ পর্যটকের টার্গেট নিয়ে মাঠে নেমেছে। বধুবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের এমন তথ্য প্রকাশ করেন ট্যুরিজম মালয়েশিয়ার প্রতিনিধিরা।
×