ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডাঃ রাজনের মরদেহের ময়নাতদন্তে, অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি

প্রকাশিত: ১৩:৩১, ২১ মার্চ ২০১৯

ডাঃ রাজনের মরদেহের ময়নাতদন্তে, অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডাঃ রাজন কর্মকারের মরদেহের ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তদন্তে কোথাও কোন আঘাত বা অস্বাভাবিক কোন কিছু পরিলক্ষিত হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে রিপোর্টে রাসায়নিক পরীক্ষার কথা বলা হয়েছে। সে মোতাবেক মহাখালীতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ডাঃ রাজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন সোহরাওয়ার্দী মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সেলিম রেজা। তিনি জানান, তার ভিসেরা রাজধানীর মহাখালীতে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি। রবিবার ভোরে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রাজন কর্মকারকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×