ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

প্রকাশিত: ০০:৫১, ২১ মার্চ ২০১৯

নীলফামারীতে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা নীলফামারীতে শুরু হয়েছে। জেলা সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস এ বিশাল মাঠে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ২৩ মার্চ শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই তাবলিগ ইজতেমা শেষ হবে। ইজতেমায় কাকরাইল ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট ওলামা কেরাম এবং মুরব্বিদের ইসলাম ও কোরআনের আলোকে বয়ান করার কথা রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি টিম সার্বক্ষণিক ইজতেমা ময়দানে অবস্থান করছে। এছাড়া বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন বলেন, আখেরি মোনাজাত পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২ দায়িত্ব পালন করছে।
×