ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ২ পুলিশ আহত

প্রকাশিত: ০১:৩২, ২১ মার্চ ২০১৯

কালকিনিতে মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ২ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে মোঃ নয়ন মল্লিক-(২৭) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ হামলার ঘটনায় পুলিশ ওই প্রতিবন্ধি যুবককে আটক করেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার খাতিয়াল গ্রামে ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যার দিকে একটি মামলার তদন্তে যান। এসময় ওই এলাকার সিরাজুল ইসলামের প্রতিবন্ধি ছেলে নয়নের সাথে পুলিশের বাক-বিতন্ডা হয়। এক পর্যায় ওই প্রতিবন্ধি যুবক পুলিশের উপর হামলা চালায়। এতে কনস্টবল জামাল হোসেন ও সুকান্ত বিশ্বাস আহত হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান। এ হামলার ঘটনায় ৫জনকে আসামি করে ডাসার থানা ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদানের একটি মামলা থানায় দায়ের করেন। ওই প্রতিবন্ধি যুবক ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাঃ এম এ হামিদের কাছে চিকিৎসা নিয়েছেন।
×