ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওড় অঞ্চল ঘোষণার দাবি

প্রকাশিত: ০৪:১৫, ২১ মার্চ ২০১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওড় অঞ্চল ঘোষণার দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওড় অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভলপুর উপজেলাবাসীর আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার নানান শ্রেণী পেশার লোক অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হরিস চন্দ্র বর্মণ, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, নারী নেত্রী নাজমা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই উপজেলায় বড় বড় অনেক হাওড় রয়েছে। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলাকে বাদ দিয়ে হাওড় অঞ্চল ঘোষণা করা হয়। অনিতিবিলম্বে এই উপজেলাকে হাওড় অঞ্চল ঘোষণা করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এই উপজেলাকে হাওড় অঞ্চল ঘোষণার দাবিতে একটি স্মারকলিপি প্রধান করা হয়।
×