ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজনীতি থেকে বিএনপি বিলীন হয়ে যাবে : তোফায়েল

প্রকাশিত: ০৭:৪০, ২১ মার্চ ২০১৯

রাজনীতি থেকে  বিএনপি বিলীন হয়ে যাবে : তোফায়েল

নিজস্ব সংবাদাদাতা, ভোলা ॥ ভোলা-১ আসনের সংসদ সদস্য ,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ,সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি’র রাজনীতি ভূলে ভরা। ২০০১ সনের পর মানুষকে নির্যাতন করেছে। মা বোনের ইজ্জত লুট করেছে। সুস্থ সবল মানুষের চোখ তুলে নিয়েছে। গাভীন গরু জবাই দিয়ে খেয়েছে। বর্তমান রাষ্ট্রপতিও ওই সময় ভোলায় এসে ষবা করতে তারা দেয়নি। এজন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী ৫ বছরে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে মুসলিম লীগ ভাষান ন্যাপ এবং বিলুপ্ত প্রাপ্ত অন্যান্য দলের মতো বিলীন হয়ে যাবে। আজ তারা ষড়যন্ত্র করছে দেশে বিদেশে। কিন্তু ষড়যন্ত্র করে কোন লাভ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলায় আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভা শুরু। প্রথম দিন সদর উপজেলার শিবপুর ও আলী নগর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ভোলার সদর উপজেলা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রধান মন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিলো। আইভি রহমানসহ ২৪ জন মৃত্যু বরন করেছে। সেই মামলায় অনেকের ফাঁসির হুকুম হয়েছে। অনেকের যাবজ্জীবন সাজাও হয়েছে। তার মধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান একজন। যেই লোকটা খুন মামলার আসামী তাকে বানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওরা মনে করে বাংলাদেশের মানুষ বোকা। সাবেক মন্ত্রী আরো বলেন,সে (তারেক রহমান) আবার দলের নেতাদের নেিনশন দেয়ার জন্য ইন্টারভিউ নেয়। যে টাকা বেশী দিয়েছে সে মনোনয়ন পায়। যে পরীক্ষিত বিএনপি নেতা টাকা দেয়নি,সে মনোনয়ন পায়নি। যার ফল হলো বিএনপি মাত্র ৬ টা আসনে বিজয়ী হয়েছে। এই ভাবে একদিন বিএনপি বিলীন হয়ে যাবে। তোফায়েল আহমেদ আরো বলেন, যেই দল (বিএনপি) অর্থের বিনিময়ে দলীয় মনোনায়ন দেয়, মানুষকে খুন করে। যেই দলের নেত্রী দুনীর্তি মামলার আসামি হয়ে জেলে। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দন্ডপ্রাপ্ত আসামি, সেই দলকে মানুষ কখোনো ভোট দেয়না। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি আজকে দেশে বিদেশে ষরযন্ত্র করছে। কিন্তু ষরযন্ত্র করে কোন লাভ নেই। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আজকে বিশ্বের শ্রেষ্ঠ নেতা। তিনি বাংলাদেশের গ্রামকে শহর করেছেন, পদ্মা ব্রীজ করে চলেছেন। তার শাষন আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল বলেন, বর্তমান সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মৃত্যুর দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব,শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন,আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ এদিকে মতবিনিময় সভায় শিবপুর ও আলীনগর ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়।
×