ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ১ হাজার কেজি জাটকা জব্দ, ৫ জনকে জরিমানা

প্রকাশিত: ০৭:৪৯, ২১ মার্চ ২০১৯

মুন্সীগঞ্জে ১ হাজার কেজি জাটকা জব্দ, ৫ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে এক হাজার কেজি নিষিদ্ধ জাটকাসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শহরের মেথরপট্রি, মুক্তিযোদ্ধা ভবন ও পুরাতন কাচারি এলাকায় সিএনজি, ইজিবাই ও মিশুকগাড়ীতে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ হয়। যার অনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ সময় নিষিদ্ধ জাটকা পরিবহন, ক্রয় বিক্রয় করার অপরাধে পাঁচ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো সুজন (১৭), রুবেল (৩০), দেলোয়ার (৪৫), মোকলেছ (৪০) ও সোহেল (২৫)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম আটককৃতদের মধ্যে দু’জনকে ৫ হাজার টাকা করে এবং তিন জনকে ৪ হাজার করে মোট ২২ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও সাধারণ গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও সদর উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ সদর থানার এসআই কিবরিয়া ও এসআই আসলা।
×