ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬০

প্রকাশিত: ০৯:২৮, ২১ মার্চ ২০১৯

টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬০

অনলাইন রির্পোটার ॥ ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়িতে ফেরার পথে এই যাত্রীবাহী নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল বলেছেন, নৌকাডুবির এ ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু; যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নতুন বছর হিসেবে উদযাপন করা হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকে আলজাজিরার প্রতিনিধি নাতাশা গোনেইম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একটি নৌকা ডুবে যাচ্ছে...লোকজন টাইগ্রিস নদীতে ঝাপিয়ে পড়ছে। অন্যদের উদ্ধার করছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন। দেশটির এক কর্মকর্তা বলেছেন, টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মসুলে যাওয়ার পথে যাত্রীবাহী এই ফেরি ডুবে গেছে। এতে প্রাথমিকভাবে ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো কয়েকডজন মানুষ।
×