ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের লোকসভা নির্বাচন করছেন না শ্রাবন্তী

প্রকাশিত: ০৯:৩১, ২১ মার্চ ২০১৯

ভারতের লোকসভা নির্বাচন করছেন না শ্রাবন্তী

অনলাইন ডেস্ক ॥ আসছে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন এই নায়িকা এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত শ্রাবন্তী। মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানেই তাকে দেখা গেছে। শ্রাবন্তী জানালেন, কোনও নির্বাচন করছেন না তিনি। ‘কোথা থেকে এই সব রটছে, আমি কিছুই জানি না।’ এ ব্যাপারে টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘সব বন্ধু এবং ভক্তদের উদ্দেশে বলছি। দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষকে বিনোদন দেয়া, আর আমি তাই করছি। আমি সব টিভি চ্যানেলগুলোকেও জানাবো যে এ ধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন।’ শ্রাবন্তীর দুই সহ-অভিনেত্রী লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে মিমি চক্রবর্তী কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন করছেন। অন্যদিকে একই দলের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এদিকে বাংলাদেশে শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ নামে একটি ছবি গেল ৮ মার্চ মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। আগামীকাল ২২ মার্চ কানাডায় মুক্তি পাবে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।
×