ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সৈন্যর গুলিতে তিন ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৯:৩৫, ২২ মার্চ ২০১৯

ইসরাইলী সৈন্যর গুলিতে তিন ফিলিস্তিনী নিহত

অধিকৃত পশ্চিম তীরে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থানের কাছে বুধবার রাতে সংঘর্ষ চলাকালে ইসরাইলী সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনী নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনীর স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। -খবর এএফপির। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নাবলুস নগরীর একেবারে নিকটবর্তী ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান জোসেফ স্মৃতিস্তম্ভের কাছে ইসরাইলী সৈন্যের গুলিতে ২১ বছর বয়সী রাইদ ও ২০ বছর বয়সী জায়িদ নুরি নিহত হয়। ইসরাইলী সেনাবাহিনী জানায়, স্থানটি পরিদর্শন করতে আসা ইহুদী ভক্তদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারলে সেখানে সৈন্যরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক তুরস্কের একটি বিমানঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কী দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে। খবর ওয়েবসাইট। ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, তুরস্কের মুরতেদ বিমানঘাঁটিতে প্রথম মোতায়েন করা হবে এস-৪০০।
×