ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট প্রক্রিয়ায় তিন মাস সময় চেয়ে ইইউকে মের চিঠি

প্রকাশিত: ০৯:৩৫, ২২ মার্চ ২০১৯

ব্রেক্সিট প্রক্রিয়ায় তিন মাস সময় চেয়ে ইইউকে মের চিঠি

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিটের সময় তিন মাস বাড়ানোর অনুরোধ করে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি দিয়েছেন। ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে বুধবার লেখা চিঠিতে মে ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্টের অনুমোদন পেতে তার আরও সময় লাগবে বলে জানিয়েছেন। তিনি আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছেন। বিবিসি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৯ মার্চ ইইউর সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া (ব্রেক্সিট) চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু দেশটি এখনও কোন ব্রেক্সিট চুক্তিতে উপনীত হতে পারেনি। মে সর্বশেষ দুইদফা তার খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে হাজির হলেও তা বিপুল ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। এরপর তৃৃতীয় আরেকটি ভোট করার পরিকল্পনাও ব্যর্থ হওয়ার পর মে ইইউর কাছে এ সময় চাইলেন। তবে ইইউ বলেছে, তারা সময় ২৩মের বেশি নাও বাড়াতে পারে। ব্রেক্সিটে যে কোন রকম বিলম্বের ক্ষেত্রে ইইউর ২৭টি সদস্য দেশই একমত হতে হবে। চিঠিতে মে লেখেন, তিনি ব্রেক্সিট চুক্তি নিয়ে এ সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভোট করতে চাইলেও স্পীকারের বাধার কারণে তা পারেননি। কিন্তু চুক্তিটি নিয়ে আবারও ভোটের জন্য কমন্সে তোলার ইচ্ছা তার আছে।
×