ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা এড়াতে বিভিন্ন উপায় গ্রহণ করছে পিয়ংইয়ং

প্রকাশিত: ০৯:৩৫, ২২ মার্চ ২০১৯

নিষেধাজ্ঞা এড়াতে বিভিন্ন উপায় গ্রহণ করছে পিয়ংইয়ং

উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা কোনভাবে পাশ কেটে যাওয়ার লক্ষ্যে যে অবৈধ ও উচ্চমাত্রার অত্যাধুনিক প্রচেষ্টা চালাচ্ছে, তাতে তাদের প্রভাব ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু কঠোর অর্থনৈতিক বিচ্ছিন্নতা থেকে সরে যাওয়ার জন্য কোন দীর্ঘমেয়াদী সমাধানও দিচ্ছে না দেশটি। বিশ্লেষকরা এ কথা বলেছেন। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত মাসের হ্যানয় শীর্ষ বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উনের আলোচ্যসূচীতে শীর্ষস্থানে ছিল নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচী থেকে সরে আসার প্রসঙ্গ নিয়ে অনৈক্যের সৃষ্টি হলে কোন বিবৃতি প্রদান ছাড়াই শীর্ষ বৈঠক ভেঙ্গে যায়। জাতিসংঘের নিরপেক্ষ প্যানেল অব এক্সপার্টদের গত সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় যে, পিয়ংইয়ং নিয়মবিধি পাশ কেটে যাওয়ার জন্য গভীর সমুদ্রে জাহাজ থেকে জাহাজে কার্গো স্থানান্তরের মতো ছদ্মবেশ ও অবৈধভাবে নাম পরিবর্তনসহ ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক এবং বিভিন্ন উপায় গ্রহণ করছে।
×