ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রেফতার ৪

দ. কোরিয়ায় হোটেলে গোপন ক্যামেরায় অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত

প্রকাশিত: ০৯:৩৬, ২২ মার্চ ২০১৯

দ. কোরিয়ায় হোটেলে গোপন ক্যামেরায় অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরের ৩০টি হোটেলে গোপনে ক্যামেরা বসিয়ে দেড় হাজারের বেশি অতিথির ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে সেগুলো অনলাইনে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। হোটেল কক্ষে টিভি, হেয়ার ড্রাইয়ারের হাতল ও সকেটে এসব মিনি ক্যামেরা বসানো হয়েছিল। পরে ওয়েবসাইট খুলে ওই ভিডিও বিক্রি করে ৬ হাজার ২০০ ডলার আয়ও করেছিলেন তারা। দোষী প্রমাণিত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৬ হাজার ৫৭১ ডলার জরিমানা হতে পারে। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ায় গোপনে নগ্ন ছবি ও শারীরিক মেলামেশার ভিডিও ধারণকে ‘মহামারী’ হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায়ও নেমেছে মানুষ। বিবিসিকে কোরিয়ান পুলিশ বলেছে, আসামিরা গত বছর আগস্টে দক্ষিণ কোরিয়ার ১০টি শহরের ৩০টি হোটেলে ১ মিলিমিটারের লেন্স ক্যামেরা বসিয়েছিলেন। এরপর নবেম্বরে একটি ওয়েবসাইট খুলে ভিজিটরদের বিনামূল্যে ৩০ সেকেন্ড এবং অর্থ দিয়ে পুরো ভিডিও দেখার সুযোগ দেয়া হয়।
×