ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুরগির জন্য হুইল চেয়ার

প্রকাশিত: ০৯:৩৬, ২২ মার্চ ২০১৯

মুরগির জন্য হুইল চেয়ার

একটি পরিত্যক্ত কারখানার মধ্যে আটকে পড়া কয়েকটি মুরগিকে নিরাপদে উদ্ধারের জন্য হুইল চেয়ার তৈরি করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের দি অলিভার এ্যান্ড ফ্রেন্ডস ফার্ম নামের একটি কোম্পানি। কলোরাডো অঙ্গরাজ্যের ওই কারখানায় মোট ২৫টি মুরগি ছিল। মুরগিগুলো দীর্ঘদিন ওইখানে থাকার ফলে অনেক ভারি হয়ে যায়। তাই নিজ পায়ে ভর করে নামতে পারছিল না। জেনি হে নামক এক ব্যক্তি হুইল চেয়ার তৈরি করে এগুলোকে নিরাপদে নামিয়ে আনেন। ইউপিআই দৈত্যাকার সানফিস অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতের বালির মধ্যে আটকা পড়েছিল একটি দৈত্যাকার সানফিস। অবশ্য জেলেরা প্রথমে বুঝতেই পারেননি যে এটি মাছ। তারা প্রথমে এই সানফিসটিকে একটি ভেসে আসা কাঠের গুঁড়ি বলে ধরে নেয়। এরপর জেলে লিনেটি গেজেলাক মাছটির ছবি তুলে ফেসবুকে ছাড়তেই ছবিটি ভাইরাল হয়। আর এটির প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। মাছটি অনেক ভারি। আর এটির চামড়া গ-ারের চামড়ার মতো মোটা। সানফিসটির উচ্চতা পাক্কা ছয় ফুট। এটি দেখতে এখন লোকজন ভিড় করছে। বিবিসি
×