ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা সেমিনার

প্রকাশিত: ০৯:৪২, ২২ মার্চ ২০১৯

পরিকল্পনা সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা নগর উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর ও অঞ্চল পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নগর এবং অঞ্চল উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশে এর গুরুত্ব, সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু। সভাপতিত্ব করেন খুলনা নগর উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্ল্যানার প্রভাষ চন্দ্র কু-ু। খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. জাকির হোসেন নগর উন্নয়নে টেকসই ভবিষ্যত নামে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। গফরগাঁওয়ে পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২১ মার্চ ॥ গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও খায়রুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এ বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিমা খাতুনের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র আলহাজ এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার।
×