ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওজনে কম দেয়ায় ডিলারশিপ বাতিল

প্রকাশিত: ০৯:৪৫, ২২ মার্চ ২০১৯

ওজনে কম দেয়ায় ডিলারশিপ বাতিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল ওজনে কম দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ডিলার জহিরুল ইসলামের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, নলচিড়া ইউনিয়নে তালিকাভুক্ত ৭৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণের কার্ড বিতরণ করা হয়। সেখানকার ডিলার নিয়োগ করা হয় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে। গৌরনদী খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচী প্রকল্প চালু হওয়ার পর থেকে নলচিড়া ইউনিয়নে চাল বিতরণে ডিলার নিয়োগ দেয়া হয়েছিল বর্তমান ডিলার জহিরুলের ভাই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেনকে। নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২১ মার্চ ॥ প্রতিবারের মতো এবারও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ৪ দিনব্যাপী ছায়া (প্রতীকী) জাতিসংঘ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ‘এনএসটিইউ মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাসোসিয়েশন’ এ সম্মেলনের আয়োজন করে। বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ কূটনীতিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ এ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুন।
×