ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ির ৭ খুন পূর্ব পরিকল্পিত ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:২৫, ২২ মার্চ ২০১৯

বাঘাইছড়ির ৭ খুন পূর্ব পরিকল্পিত ॥ তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২১ মার্চ ॥ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে ৭ ও বিলাইছড়িতে ১ মিলে ৮ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের কেউ এখনও গ্রেফতার হয়নি। ১৮ মার্চ বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৭জনকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। এরপর দিন ১৬ ঘণ্টার ব্যবধানে হত্যা করা হয় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার তঞ্চঙ্গ্যাকে। বাঘাইছড়ির ঘটনায় সরকার পক্ষে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। কমিটি সদস্যগণ বাঘাইছড়ি সদর হাসপাতালে ওইদিনের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীনদের দেখতে যান। কমিটির সদস্যগণ আহতদের নিকট থেকে ঘটনার বিবরণ শোনেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেন। কমিটির পক্ষে বাঘাইছড়ি উপজেলা মিলনাযতনে স্থানীয় প্রশাসন, নিহতদের স্বজন, আহতদের এবং ঘটনার সময় দায়িত্বরত পুলিশ-আনসার ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি পুলিশের দায়ের করা মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং সংগৃহীত আলামতও দেখেন। দিনব্যাপী সেখানে অবস্থান করে তদন্ত কমিটি বিকেলে রাঙ্গামাটি সদরে ফিরে আসে। অপরদিকে, বাঘাইছড়ি পুলিশ মামলার তদন্ত কাজ শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর। উল্লেখ করা যেতে পারে বাঘাইছড়ির ঘটনার তদন্তে এলজিআরডি অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীকে প্রধান ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল ফয়েজ, আনসার ব্যাটেলিয়নের পরিচালক নুরুল আমিন, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ ও বিজিবি বাঘাইহাটের উপ অধিনায়ক মেজর আশরাফ।
×