ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশু একাডেমিতে বইমেলা শুরু

প্রকাশিত: ১১:২৫, ২২ মার্চ ২০১৯

শিশু একাডেমিতে বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ছোট ছোট পাঠকেরা ঘুরে বেড়াচ্ছে মেলাজুড়ে। সে মেলায় গড়া বইয়ের বিতানে গিয়ে আপন মননের উপযোগী গ্রন্থটি। সঙ্গে অভিভাবক থাকলেও মূলত খুদে পাঠকরাই এই বইমেলার প্রাণ। এভাবে ভিন্ন আমেজ পেয়েছে আয়োজিত বইমেলাটি। শুধু শিশুদের জন্য অনুষ্ঠিত বইমেলাটির সূচনা হয় বৃহস্পতিবার। শিশু একাডেমির খোলা প্রাঙ্গণে ৭৬টি স্টল নিয়ে বসেছে বইয়ের এ মেলা। শুধুই শিশুদের জন্য রচিত বই নিয়ে সাজানো হয়েছে এ মেলা। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার বিকেলে বর্ণিল বেলুন উড়িয়ে শুরু হয় শিশু একাডেমি বইমেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছয়দিনের এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি। সহযোগিতায় রয়েছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
×