ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এভারেস্টের বরফ গলে বেরিয়ে আসছে মৃতদেহ

প্রকাশিত: ১১:২৬, ২২ মার্চ ২০১৯

এভারেস্টের বরফ গলে বেরিয়ে আসছে মৃতদেহ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর চূড়ায় উঠতে গিয়ে প্রায় ৩শ’ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এভারেস্টের বরফ গলে এখন সে দেহগুলোই বেরিয়ে আসছে একের পর এক। দ্রুতহারে বরফ গলে গিয়ে এ বিপুল সংখ্যক মরদেহ বের হতে দেখে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি এ মৃতদেহগুলো উদ্ধার করতেও হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। খবর বিবিসির। এভারেস্টে প্রথম আরোহণের চেষ্টা শুরু হওয়া থেকে এ পর্যন্ত মারা যাওয়া প্রায় ৩শ’ পর্বতারোহীর সবার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দুই-তৃতীয়াংশ মরদেহই বরফের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সে দেহগুলোই এখন বেরিয়ে আসছে। সবচেয়ে বেশি মৃতদেহ বেরিয়ে আসছে নেপালের অংশের খুম্বু হিমবাহ গলে। এছাড়া, ‘সাউথ কোল’ এও মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে। পর্বতের চীনা অংশ দিয়ে উত্তরে সরিয়ে নেয়া হচ্ছে পর্বতারোহীদের এ মৃতদেহগুলো।
×