ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর নবম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১১:৪৭, ২২ মার্চ ২০১৯

পদ্মা সেতুর নবম স্প্যান বসছে আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ ক্রেনবাহী জাহাজের নোঙ্গর জটিলতায় বৃহস্পতিবার পদ্মা সেতুর ৯ম স্প্যানটি বসানো যায়নি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭টা থেকে এটি ৩৪ ও ৩৫ নম্বর পিলারে বসানোর সব কাজ শুরু করতে গিয়ে নোঙ্গর সমস্যাটি ধরা পড়ে। দায়িত্বশীলরা জানান, এখানে বুধবারের ঝড়ের কারণে বিশাল জাহাজ ‘তিয়ান ই’র এ্যাঙ্করের একটি তার ছিঁড়ে যায়। পরবর্তীতে তাৎক্ষণিক আবার জাহাজটি যথাযথভাবে নোঙ্গর করার প্রক্রিয়া শুরু করা হয়। তবে নানা কারণে নতুনভাবে নোঙ্গরে সময় বেশি লেগে যাচ্ছে। দায়িত্বশীলরা জানান, নতুনভাবে নোঙ্গর করতে গিয়ে বিকেল হয়ে যাবে। এতে স্প্যানটি বসানো পরবর্তী কাজে আরও অনেক সময় প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত সূর্যের তখন আর থাকবে না। সে কারণেই সিডিউল পরিবর্তন করে শুক্রবার করা হয়েছে।
×