ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ॥ জাতিসংঘের ৪ সংস্থার সঙ্গে সমঝোতা

প্রকাশিত: ১১:৪৯, ২২ মার্চ ২০১৯

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ॥ জাতিসংঘের ৪ সংস্থার সঙ্গে সমঝোতা

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সহিংসতায় নির্যাতনের কারণে পালিয়ে আসা মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পরিচয় দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে আসা প্রায় আট লাখ রোহিঙ্গার জন্য দ্রুত আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সীমিত সম্পদের দেশ বাংলাদেশ অতিরিক্ত এই বিশাল জনগোষ্ঠীর চাপ দীর্ঘদিন বহন করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এক্ষেত্রে বিশ^ নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিতাড়িত মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবায় সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের চারটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ইউএনএফপিএ, ইউনিসেফ, আইওএম এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ স্মারকে স্বাক্ষর করেন। এই স্মারক অনুযায়ী বিশ^ ব্যাংক প্রদত্ত ৫০ মিলিয়ন ইউএস ডলার অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা কার্যক্রমে ব্যয় করা হবে। সরকারের এই কার্যক্রমে জাতিসংঘের চার সংস্থা সহযোগিতা করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষা ও চিকিৎসাবঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী যখন পালিয়ে বাংলাদেশে আসে তখন তারা ছিল আরও দুদর্শাগ্রস্ত। তাদের ওপর চালানো হয়েছিল শারীরিক নির্যাতন যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এত বিপুল সংখক মানুষের জন্য দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ সফলভাবেই মোকাবেলা করেছে। আকস্মিক এই মানবিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য সারাবিশে^ প্রশংসিত হয়েছে। বিশ^ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন বলেন, মিয়ানমারের নাগরিকদেরকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়, আবাসন ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিশাল উদারতা প্রদর্শন করেছে। এত বিপুল সংখ্যক অতিরিক্ত মানুষের জন্য মৌলিক সেবা সহায়তা দিতে বিশ^ব্যাংক বাংলাদেশের পাশে আছে। বিশ^ব্যাংক থেকে শীঘ্রই আরও প্রায় ৩০০ মিলিয়ন ডলার সাহায্য আসবে বলে এ সময় তিনি জানান। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার, ইউএনএফপির কান্ট্রি ডিরেক্টর আসা টরকেলসন, ইউনিসেফ, বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং আইওএম এর প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও অধিদফতরেরউর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×