ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায় হবে

প্রকাশিত: ১১:৪৯, ২২ মার্চ ২০১৯

আজ ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায় হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বুলেট জর্জরিত আল নূর মসজিদে মেরামত কাজ সেরে রং করার পর জুমার নামাজের জন্য সাফসুতরা করা হয়েছে। ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর আজ শুক্রবার মসজিদটিতে ফের জুমার নামাজ অনুষ্ঠিত হবে। ইয়াহু নিউজ। শুক্রবার জুমার নামাজের আজান জাতীয়ভাবে সম্প্রচার করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজানের পর দুই মিনিট নীরবতা পালনের ঘোষণাও দিয়েছেন তিনি। গত শুক্রবার জুমার নামাজের সময় বর্ণবাদী এক জঙ্গীর নির্বিচার গুলিবর্ষণে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫০ জন নিহত হওয়ার পর নিউজিল্যান্ডের মসজিদগুলো ঘিরে পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘শুক্রবার জুমার নামাজ পড়তে আসা লোকজনকে ভরসা দিতে এদিন আমাদের উচ্চ উপস্থিতি থাকবে। অপরাধ সংঘটনের স্থান থেকে উপযুক্ত সব প্রমাণ সংগ্রহ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ, আমাদের ক্ষমতার সবটুকু দিয়ে সবকিছু করছি যেন যত দ্রুত সম্ভব লোকজনকে মসজিদটিতে ফিরে আসার অনুমতি দিতে পারি আমরা।’ আক্রান্ত আল নূর ও নিকটবর্তী লিনউড মসজিদ, দুটিই খুলে দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আল নূর মসজিদে কয়েক হাজার নামাজী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে, এখানেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছিল। নিহত বেশিরভাগ লোকই অভিবাসী অথবা শরণার্থী। এরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে সেখানে গিয়েছিলেন। এ হামলার পর নিউজিল্যান্ডের ডানেডিনে বসবাসকারী বর্ণবাদী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ রিমান্ডে থাকা ট্যারান্টকে ৫ এপ্রিল ফের আদালতে হাজির করার কথা রয়েছে। তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দুজনকে বুধবার দাফন করা হয়েছে। নিহত স্কুল পড়ুয়া এক বালকের দাফনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ফের দাফন কাজ শুরু হয়। পুলিশ প্রায় ৩০টি মৃতদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার সবচেয়ে বেশি লাশ দাফন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
×