ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে ইউনাইটেডে ভর্তির দাবি রিজভীর

প্রকাশিত: ১১:৫০, ২২ মার্চ ২০১৯

খালেদা জিয়াকে ইউনাইটেডে ভর্তির দাবি রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ পরিত্যক্ত অন্ধকার স্যাঁতসেতে কারাগারে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যন্ত্রণায় ছটফট করছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, তার জীবন বাঁচাতে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা প্রদান ও মুক্তির দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সরকার খালেদা জিয়াকে জীবিত দেখতে চায় না মন্তব্য করে রিজভী বলেন, চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ ৭৪ বছরের নারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে স্থাপিত ক্যাঙ্গারু আদালতে টেনেহিঁচড়ে প্রায় প্রতিদিনই হাজির করা হচ্ছে। রিজভী বলেন, এখন উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে জনগণের ভোট লাগে না, নৌকা প্রতীক লাগে। দেশে এখন অলিখিত বাকশাল চলছে। শুধু একদল নয়, এক ব্যক্তির শাসন চলছে। কেবল প্রধানমন্ত্রী যা চাইবেন তাই হবে। রুহুল কবির রিজভী বলেন, আর ক’দিন পরই মহান স্বাধীনতা দিবস। হাতের মুঠোয় প্রাণ নিয়ে যিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়ে জীবন মৃত্যুকে পরম ভৃত্য করে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন অসীম সাহসে, যার ঘোষণায় গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করা হচ্ছে। দেশের মানুষের এটা আর বুঝতে বাকি নেই। আরও ১৭ নেতা বিএনপি থেকে বহিষ্কার ॥ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে আরও ১৭ তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে এ নিয়ে দল থেকে বহিষ্কার হয় প্রায় ২০০ তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
×