ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি

ডিপিডিসিতে ‘বিতর্কিত’ পদোন্নতির প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ

প্রকাশিত: ১১:৫১, ২২ মার্চ ২০১৯

ডিপিডিসিতে ‘বিতর্কিত’ পদোন্নতির প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ ইউনিফাইড সার্ভিস রুলের নামে বিদ্যুত সেক্টরের কোম্পানি ডিপিডিসিতে পদোন্নতির নামে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলীরা বিদ্যুত ভবনের সামনে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে বুধবার বিতর্কিত এই পদোন্নতির প্রতিবাদে বিদ্যুত প্রতিমন্ত্রী বরাবর ৫ দফা দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দিয়েছেন। সমাবেশে ডিপ্লোমা প্রকৌশলীরা জানিয়েছেন, বিদ্যুত কোম্পানিসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানের দাবিতে ঢাকায় বিদ্যুত ভবনে প্রতিবাদ সমাবেশ করেছেন ডেসকো, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, পিজিসিবি, ওজোপাডিকো, নেসকো, আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা। ফেডারেশনের সভাপতি মোঃ ফজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইউনিফাইড সার্ভিস রুলের নামে বিদ্যুত সেক্টরের কোম্পানি ডিপিডিসিতে পদোন্নতির নামে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিতর্কিত পদোন্নতি দেয়ার তীব্র নিন্দা জানান হয়। নেতৃবৃন্দ উপ-বিভাগীয় প্রকৌশলী পদে সিনিয়রদের ডিঙ্গিয়ে জুনিয়রদের পদোন্নতি দেয়ায় সভায় তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, বছরের পর বছর ধরে ডিপ্লোমা প্রকৌশলীরা নিষ্ঠা ও সততার সঙ্গে সরকারী দায়িত্ব পালন করার পরও মাত্র তিন বছর আগে নিয়োগপ্রাপ্ত ¯œাতক প্রকৌশলীদের পদোন্নতি দেয়া হয়। এই পদোন্নতি একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এবং কোম্পানিসমূহকে দুর্বল করার চক্রান্ত। তারা ডিপিডিসির অস্তিত্বের স্বার্থে এ ধরনের বিতর্কিত পদোন্নতি আদেশ অবিলম্বে বাতিল করে অন্যান্য প্রকৌশল সংস্থার মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়ার জন্য ডিপিডিসি, পিজিসিবি, ডেসকো, এপিসিএল, ওজোপাডিকো, নেসকোসহ সব বিদ্যুত কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
×